বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ এপ্রিল ২০২৪ ১৭ : ৪৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের প্রচারে এবার ভিন রাজ্যে পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসেই তিনি যাবেন অসম, উত্তরপ্রদেশে। পয়লা বৈশাখের পর ১৭ এপ্রিল অসমে যাবেন মমতা ব্যানার্জি। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যাবেন উত্তরপ্রদেশেও। অসমে চারটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। কোকরাঝাড়, বরপেটা, লখিমপুর, শিলচরে প্রার্থী দিয়েছে তৃণমূল। মেঘালয়তেও তৃণমূল প্রার্থীরা লড়ছেন বলে খবর এসেছে। উত্তরপ্রদেশের ভদোহী আসনটি তৃণমূলকে ছেড়েছে সমাজবাদী পার্টি। সেখানে তৃণমূলের প্রার্থী ললিতেশ পতি ত্রিপাঠীর নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটেও ভিন রাজ্যে গিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে রাজনৈতিকমহল।